পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন বুধবার রিটটি করেন।
রিটে পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে ঘোষণার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, সেতুসচিব, প্রধান প্রকৌশলী ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী স্বাধীন নিউজবাংলাকে বলেন, ‘পদ্মা সেতুর কাজ শুরুর আগেই বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতুর তৈরির ঘোষণা দেন।
‘প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজ পূর্ণতা পেতে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হওয়া উচিত। এটা দেশের অধিকাংশ মানুষও চায়।’
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে বলেও জানান তিনি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল আকৃতি দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে সেতুটির কাঠামো তৈরি।
৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসানো হয়েছে সেতুটিতে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুতে বসানো হয় প্রথম স্প্যান। গত বছরের ১০ ডিসেম্বর শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে সংযুক্ত হয় মাওয়া ও জাজিরা প্রান্ত।