করোনার টিকা নিয়ে বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই দলটির রাজনীতি।’
আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির আলোচনা সভায় বুধবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার ও দেশের সফলতা এবং অর্জন বিএনপির গায়ে জ্বালা ধরায়। তাদের আমলে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।’
তিনি বলেন, ‘বিএনপি নেতারা বলেছিল লাখ লাখ মানুষ না খেয়ে, বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এখনও তা হয়নি বলেই বিএনপি নেতাদের আক্ষেপ। এ জন্য তারা মনোযন্ত্রণায় ভুগছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘সরকার ও আওয়ামী লীগ কর্মীরা যখন মানুষের কল্যাণে দিবারাত্র সেবা দিয়েছে, তখন বিএনপি উটপাখির মতো বালুতে মাথা লুকিয়ে ছিল। আর এখন নির্লজ্জভাবে বলছে সরকার ব্যর্থ।’
দেশের ৪৩টি শিল্প সেক্টরের মধ্যে ৪০টি সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ৮ হাজার ৩০০ টাকা করা হয়েছে বলে সভায় জানান ওবায়দুল কাদের।
বিদ্রোহের মদদে ছাড় নয়
স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহদের মদদ দিচ্ছে তাদের ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘পরবর্তী পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে যে কোনো পর্যায়ের নেতা এবং জনপ্রতিনিধিরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
ওবায়দুল কাদের জানান, ৩০ জানুয়ারি সকাল ১১টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।