কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
ওই দুই জন হলেন আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস।
জান্নাতুল জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, দীর্ঘদিন ধরে আবুল কালাম ও আজিজুল হকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কালাম ধারালো অস্ত্র দিয়ে রাশেদা ও জান্নাতুলকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়।
স্থানীয়রা জান্নাতুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কক্সবাজারের ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম নিউজবাংলাকে জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।