চট্টগ্রাম নগরের পাঠানটুলি ওয়ার্ডে নির্বাচনি সহিংসতায় মৃত্যুর ঘটনায় করা মামলায় ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের ওরফে মাছ কাদেরসহ তিন আসামিকে আবারও এক দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত মঙ্গলবার দুপুরে এই অনুমতি দেয়।রিমান্ডে নেয়া অন্য আসামিরা হলেন- এম কে কবির হেলাল উদ্দিন ও ইমরান হোসেন ডলার।মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, নির্বাচনি সহিংসতায় মৃত্যুর ঘটনায় করা মামলায় ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু এক দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত।গেল ১২ জানুয়ারি রাতে ডবলমুরিং থানার মগপুকুর পাড় এলাকায় পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল নামে এক জন মারা যান।ওইদিন রাতেই কাদেরকে মূল অভিযুক্ত করে মোট ১৩ জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন নিহত আজগর আলী বাবুলের ছেলে সিজান মোহাম্মদ সেতু। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ ২৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন আটক ২৬ জনের মধ্যে ১১ জনকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।এ ছাড়া ১৮ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মামলার আরেক আসামি দেলোয়ার রশিদকে গ্রেপ্তার করে।নজরুল ইসলাম বাহাদুর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। বাহাদুর ২০০০ ও ২০০৫ সালে দুই দফায় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।তবে ২০১৫ সালে আবদুল কাদেরের পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। কাদের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
নির্বাচনি সহিংসতায় মৃত্যু: কাউন্সিলর প্রার্থী ফের রিমান্ডে
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, নির্বাচনি সহিংসতায় মৃত্যুর ঘটনায় করা মামলায় ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু এক দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত।
-
ট্যাগ:
- সহিংসতা
এ বিভাগের আরো খবর/p>