শুধু রাজধানী নয়, সারা দেশের নদী দখলদারের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দখলদারদের স্বেচ্ছায় নদীর দখল ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল সার্কিট হাউজে নদী ব্যবস্থাপনার সম্ভব্যতা যাচাই বিষয়ক কর্মশলায় মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ নদী দখলকারীদের উচ্ছেদ অভিযান চলছে। পর্যায়ক্রমে দেশের সব নদী থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে।
‘সারা দেশে বিভিন্ন নদীতে ৬০ হাজার অবৈধ দখলদার রয়েছে। তাদের মধ্যে ২০ হাজার অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।’নিজেদের সক্ষমতা বাড়াতে, নদী উচ্ছেদে বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বরিশাল বিভাগের ৩১টি নৌপথের নাব্যতা এবং অন্যান্য সুবিধা বাড়িয়ে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেনসহ আরও অনেকে।