কুড়িগ্রামের চর রাজীবপুরে শাহিনা বেগম হত্যার দায়ে স্বামী বকুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার শাহিনা বেগমের সঙ্গে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার বকুলের ২০০৫ সালে বিয়ে হয়। এর দুই বছর পর ২০০৭ সালের ২ ডিসেম্বর শাহিনাকে স্বামীর ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
লিংকন বলেন, ভাবীর সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় শাহিনাকে গলা টিপে হত্যা করা হয়। পরে তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়।
এ ঘটনায় শাহিনার বাবা শামসুল হক ২০০৮ সালের ১৬ জানুয়ারি চর রাজীবপুর থানায় হত্যা মামলাটি করেন। ১৩ বছর ধরে আইনী প্রক্রিয়া শেষে অবশেষে এ মামলার রায় দেয়া হলো।