ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ আছে।
সোমবার রাত ১২টা থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরি চলাচল বন্ধ। পদ্মা পারের অপেক্ষায় মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আটকে আছে তিন শতাধিক গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়াত হোসেন জানান, সোমবার রাতের শুরুতেই এ রুটে কুয়াশা দেখা যায়। কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে রাত ১২টার দিকে নদীতে থাকা ছয়টি ফেরি নোঙর করে বন্ধ করতে হয়েছে।
এদিকে রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি বন্ধ রাখা হয়েছে।
পদ্মা পারাপারের অপেক্ষায় আছে কয়েকশ যানবাহন।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, ফেরি চলাচল বন্ধ রাখায় ঘাট এলাকায় যানজট শুরু হয়েছে। প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।