একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থারই সহ সমন্বয়ক এম সানাউল হক।
তদন্ত সংস্থার প্রধান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে এই নিয়োগ দিয়েছে। নিয়োগপত্রটি সোমবার হাতে পাওয়ার পর দায়িত্বও গ্রহণ করেছেন তিনি। এর আগে তিনি সংস্থাটিতে সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সানাউল হক নিউজবাংলাকে বলেন, ‘একাত্তরের অপরাধ বিচারে এখন থেকে আরও নব উদ্যমে কাজ করতে হবে। দায়িত্ব আরও বেড়ে গেল। তদন্ত সংস্থায় যে সব মামলার আছে সেগুলো যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব।’
গত ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি খালি ছিল।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই সঙ্গে গঠন করা হয় তদন্ত সংস্থা। সংস্থার জ্যেষ্ঠ সদস্য হিসেবে ২০১১ সালের ১২ জানুয়ারি নিয়োগ পান এম সানাউল হক। পরবর্তীতে তাকে সহ সমন্বয়ক করা হয়।