ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের খবর পান তারা। তাদের চারটি ইউনিট আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীর দক্ষিণ বাড্ডায় সোমবার সন্ধ্যায় আগুন লেগে পাঁচটি টিনশেড ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের খবর পান তারা। তেঁজগাও স্টেশনের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে পাঁচটি টিনশেড ঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।