বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের উপহারের ২০ লাখ টিকা আসছে বুধবার

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ২০:৪৭

ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। এর বাইরে ভারত সরকার বিনামূল্যে দিচ্ছে ২০ লাখ টিকা। এটা নয়াদিল্লির উপহার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

অক্সেফোর্ড উদ্ভাবিত করোনার টিকার ২০ লাখ উপহার হিসেবে বাংলাদেশকে পাঠাচ্ছে ভারত। আর দুই দিনের মধ্যে বুধবার এই টিকা হাতে পাচ্ছে ঢাকা।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই টিকা আনার অনুমতি দেয়া হয়েছে।

সিরাম থেকে কেনা টিকা দেশে আসার পাঁচ দিন আগে উপহারের টিকা এলেও টিকা প্রয়োগের সময় আগাচ্ছে না বলেও জানিয়েছে সরকার।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলেও বাংলাদেশ অপেক্ষায় আছে অক্সফোর্ড উদ্ভাবিত টিকার জন্য। এই টিকা এই অঞ্চলে উৎপাদন করবে ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট।

এই টিকার বাজারজাত করতে বাংলাদেশের বেসরকারি কোম্পানি বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি রয়েছে সরকারের। আর তিন কোটি ডোজ টিকা আনতে সরকার, বেক্সিমকো ও সিরামের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী সিরাম থেকে টিকা আনবে বেক্সিমকো আর সরকার নেবে এই প্রতিষ্ঠান থেকে।

সম্প্রতি সিরাম প্রধানের এক বক্তব্যে টিকা আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও পরে তা কেটে যায়। এরই মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ টিকা আনতে ৬০০ কোটি টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। ২৫ জানুয়ারি আসবে এই টিকা।

সিরাম থেকে টিকা নিয়ে ভারত সরকার এরই মধ্যে তার দেশে প্রয়োগ শুরু করে দিয়েছে। আর দেশটি বাংলাদেশের জন্য সেই চুক্তির বাইরে এই টিকা পাঠাচ্ছে।

এর আগে সকালে রাজধানীতে এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ভারত সরকারের ‘উপহার’ পাঠানোর বিষয়টি জানান। তবে তিনি তখন কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি। তিনি বলেন, ২৫ জানুয়ারির আগে যে কোনো দিন এই টিকা দেশে পৌঁছাবে।

যদিও সেই টিকা কোন ব্র্যান্ডের বা সংখ্যা কত তা নিশ্চিত করে বলতে পারেননি মন্ত্রী।

বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকা প্রয়োগ শুরু করতে চায়। টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে।

প্রথম ধাপে টিকা পাবে করোনা মোকাবিলায় কাজ করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খল বাহিনী, মুক্তিযোদ্ধা ও প্রবীণ মানুষ, মন্ত্রী, জনপ্রতিনিধি ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা।

সিরাম থেকে তিন কোটি টিকার পাশাপাশি সারা বিশ্বে ন্যায্যতার ভিত্তিতে টিকা বিতরণে গড়ে তোলা জোট কোভ্যাক্স থেকে সরকার পৌনে ছয় কোটি টিকা পাবে।

একেক জনকে দেয়া হবে দুটি করে টিকা। এই হিসাবে এখন পর্যন্ত পাঁচ কোটি মানুষের জন্য টিকার সংস্থান করা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী ১৮ বছরের নিচে, গর্ভবতী ও বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের টিকা দেয়া হবে না।

এ বিভাগের আরো খবর