বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউএস বাংলার দুবাই ফ্লাইট ১ ফেব্রুয়ারি শুরু

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ১৯:১৮

শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের আরেক শহর আবুধাবিতেও ফ্লাইট শুরু করা হবে।

বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় গন্তব্য দুবাইয়ে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার এয়ারলাইন্সটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের আরেক শহর আবুধাবিতেও ফ্লাইট শুরু করা হবে।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বড় শ্রমবাজার। দেশটির বিভিন্ন শহরে প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মী বসবাস করেন। রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এই গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা করে। এ ছাড়া আরব আমিরাতের এমিরেটস এয়ার ও ফ্লাই দুবাই ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই রুটে ইকোনোমি ক্লাসে একমুখী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৪ হাজার ৯৯৯ টাকা। আর যাওয়া-আসার ক্ষেত্রে খবচ হবে সর্বনিম্ন ৭৩ হাজার টাকা।

বিজনেস ক্লাসের জন্য একজন যাত্রীর একমুখী টিকিট কাটতে খরচ হবে সর্বনিম্ন ৭৯ হাজার ২০০ টাকা এবং যাওয়া-আসা সর্বনিম্ন ১ লাখ ৫৩ হাজার ৫২৬ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরই মালদ্বীপের রাজধানী মালে ও শ্রীলংকার কলম্বোতে ফ্লাইট শুরু করা হবে। এই গন্তব্য দুটিতে বাংলাদেশি কোনো এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করছে না।

এ বিভাগের আরো খবর