করোনা ভাইরাস প্রতিরোধে সরকার শিগগির টিকা প্রয়োগ শুরু করতে পারবে বলে আশাবাদী রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বছরের প্রথম অধিবেশনে জাতীয় সংসদে দেয়া ভাষণে এই আশার কথা বলেন রাষ্ট্রপ্রধান।
করোনাকালে দ্বিতীয়বারের মতো বসল সংসদের অধিবেশন। আর অধিবেশনের শুরুতেই সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার রীতি আছে।
দীর্ঘ ভাষণে রাষ্ট্রপতি বর্তমান সরকারের দুই বছরের আমলে নানা উন্নয়ন ও পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে আওয়ামী লীগের টানা শাসনামলে নেয়া নানা পদক্ষেপের কথাও জানান।
এই ভাষণে গুরুত্ব পায় করোনা প্রসঙ্গও। বিশ্ব মহামারিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এর মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট থেকে টিকা ক্রয়ের বিষয়টিও জানান তিনি।
বাংলাদেশ অক্সেফোর্ড উদ্ভাবিত তিন কোটি টিকা পাবে সিরাম থেকে। এ জন্য বেক্সিমকো, সিরাম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৃপক্ষীয় চু্ক্তিও সই হয়েছে।
সিরাম প্রধানের সাম্প্রতিক এক বক্তব্যে টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও তা কেটে গেছে।
রাষ্ট্রপতি বলেন, ‘জরুরিভিত্তিতে ভ্যাক্সিন ক্রয় বাবদ ৬০ মিলিয়ন ডলার ভারতীয় প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করা হয়। আমি আশা করছি সরকার খুব শীঘ্রই দেশের জনগণকে কোভিড-১৯-এর টিকা প্রদান করতে পারবে।’
ভাষণে বিশেষভাবে গুরুত্ব পায় করোনা মহামারি প্রসঙ্গ।
বছরের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: পিআইডিমহামারির প্রভাবে অর্থনীতির ক্ষতি মোকাবিলায় সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ নানা উদ্যোগের কথা তুলে ধরের রাষ্ট্রপতি। বলেন, ‘দেশে একটি মানুষও করোনাকালে না খেয়ে থাকেনি।…মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবিলা করে যাচ্ছে।’
প্রথিতযশা সাময়িকী ‘ফোর্বস’ এর নিবন্ধে উল্লিখিত সফল নারী নেত্রীদের তালিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকার বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রপতি। পাশাপাশি ব্লুমবার্গ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং বিশ্বে ২০তম স্থানে রাখার কথাও বলেন।
তিনি বলেন, ‘এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের জন্য এ অর্জন সম্ভব হয়েছে।’
করোনাকালে বৈদেশিক আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ার বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা ও রেমিট্যান্স প্রেরণ পদ্ধতি সহজিকরণের সুফল এটি।
স্বাস্থ্যসেবায় সরকারের সাফল্য ও অগ্রগতির বিষয়টি তুলে ধরতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘সম্প্রতি সরকারের সবচেয়ে বড় অর্জন হলো সাফল্যের সাথে কোভিড-১৯ নিয়ন্ত্রণ।
‘করোনা পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্সকে নিয়োগদান করা হয়েছে।
‘কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১০ হাজার ৫২৫টি সাধারণ বেড, ৬৬৬টি আইসিইউ এবং ৭৩টি ডায়ালাইসিস বেড, ৫৫৪টি ভেন্টিলেটর, ১৩ হাজার ৫১৬টি অক্সিজেন সিলিন্ডার, ৬৭৮ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা এবং ৬৩৯টি অক্সিজেন কনসেনট্রেটর ব্যবস্থা রাখা হয়েছে।’
উন্নয়নের বর্ণনা
রাষ্ট্রপতি তার ভাষণে গত এক যুগে দেশের বদলে যাওয়ার চিত্র তুলে ধরেন।
তিনি ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান, উচ্চ-মধ্য আয়ের দেশের মর্যাদায় উত্তরণ এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যের অবলুপ্তিসহ উচ্চ আয়ের দেশের মর্যাদায় আসীন হওয়ার স্বপ্নের কথা জানান। বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এ লক্ষ্যসমূহ অর্জনে সম্পূর্ণভাবে সক্ষম হবে।’
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয় ভাষণে।
খাদ্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ আজ মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য ও প্রাণিজাত পণ্যের উৎপাদন ও বাজারজাত কার্যক্রম সচল রাখা হয়েছে। মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’
মুজিববর্ষে গৃহহীন মানুষদের জন্য তিন লাখ ৮৫ হাজার ৪৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন এবং ভাসমান ও ছিন্নমূল মানুষের জন্য ঢাকায় ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কার্যক্রমের প্রশংসা করা হয় ভাষণে।
সামাজিক খাতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ছয় বছর এবং শিক্ষার হার উন্নীত হয়েছে ৭৪ দশমিক সাত শতাংশে।
রাষ্ট্রপতি জানান, ২০১০ সালে দারিদ্র্য হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ ও হত দারিদ্র্য হার ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। ২০১৯ সালে তা কমে হয়েছে যথাক্রমে ২০ দশমিক ৫ শতাংশ এবং ১০ দশমিক ৫ শতাংশ।
সামাজিক সুরক্ষার আওতায় প্রায় কোটি মানুষকে ভাতা প্রদাননের বিষয়টিও ভাষণে উঠে আসে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, সরকার নির্বাচনি অঙ্গীকার পূরণে ‘আমার গ্রাম-আমার শহর’ এ ধারণাটিকে ভিত্তি করে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৫৬ লক্ষ ৮১ হাজার ২২৩টি দরিদ্র পরিবারকে সুসংগঠিত করে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকার পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করেছে।
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর শান্তি পুরস্কার প্রবর্তন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের জন্য একটি অনন্য সাধারণ অর্জন ও তাঁর অবদানের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। এ পুরস্কার বিশ্বব্যাপী বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ বিল্ডিং-এ বিশেষ ভূমিকা রাখবে।’
১২ বছরে প্রায় ১৫ লক্ষ জনকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া, ৩৯টি হাই-টেক পার্ক নির্মাণের কাজ চালিয়ে যাওয়াসহ তথ্য প্রযুক্তি খাতে সরকারের উন্নয়নের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, পাঁচটি হাই-টেক ও আইটি পার্কে ব্যবসায়িক কার্যক্রম শুরু হওয়ায় এতে এক হাজার ২০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে এবং ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।
কৃষি খাতে প্রাক-প্রাথমিক স্তর ও একীভূত শিক্ষা চালুকরণ, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষক নিয়োগ ও দক্ষতা উন্নয়ন এবং ঝরে পড়া রোধের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।
মুজিববর্ষে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ, বিদ্যুৎ খাতে চাহিদার চেয়ে বেশি উৎপাদনের বিষয়টিও তুলে ধরেন। বলেন, করোনা মহামারির মধ্যেও রূপপুর পারমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এগিয়ে চলছে।
যোগাযোগ অবকাঠামো খাতে সরকারের নানা প্রকল্প, ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণ প্রসঙ্গ, রেলে অগ্রগতি, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তি স্থাপন, চিলাহাটি ও ভারতের হলদিবাড়ীর মধ্যে পুনঃরেল সংযোগ চালুর পাশাপাশি কক্সবাজারের মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজের কথাও জানান রাষ্ট্রপতি।
সেই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, সিলেটে ওসমানী এবং চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের কথাও উঠে আসে ভাষণে।
রাষ্ট্রপতি জানান, নতুন প্রজন্মের ১৩টি উড়োজাহাজ বাংলাদেশ বিমানবহরে সংযোজন করা হয়েছে।
ঢাকার যানজট মোকাবিলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, চট্টগ্রামে কর্ণফুলী টানেল, পদ্মাসেতু প্রসঙ্গও উঠে আসে ভাষণে।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ সহ অ্যাপসের মাধ্যমে পুলিশের সেবা প্রদানের মান উন্নয়নের প্রসঙ্গও উঠে আসে ভাষণে।
‘ফোর্সেস গোল-২০৩০’-এর আলোকে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কোরের ১৭টি ইউনিট গঠন, যুদ্ধ সরঞ্জাম, বিশেষ করে সাবমেরিন কেনার কথা তুলে ধরেন।
বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা
গত এক যুগে বিভিন্ন খাতে বাংলাদেশে এগিয়ে যাওয়ার কথা সংসদে তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, এগিয়ে যেতে হবে আরও। এ জন্য সরকারি দল ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগ চান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘আমরা আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দারপ্রান্তে। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি, সে পথেই আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে।’
বছরের প্রথম অধিবেশনে জাতীয় সংসদে দেয়া ভাষণে এই আশার কথা বলেন রাষ্ট্রপ্রধান।
করোনাকালে দ্বিতীয়বারের মতো বসল সংসদের অধিবেশন। আর অধিবেশনের শুরুতেই সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার রীতি আছে।
দীর্ঘ ভাষণে রাষ্ট্রপতি বর্তমান সরকারের দুই বছরের আমলে নানা উন্নয়ন ও পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে আওয়ামী লীগের টানা শাসনামলে নেয়া নানা পদক্ষেপের কথাও জানান।
রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
দেশের অগ্রগতিতে সবার সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থসামাজিক উন্নয়নে সকল রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।‘আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই।’
রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
‘আসুন, দল-মত-পথের পার্থক্য ভুলে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা লাখো শহিদের রক্তের ঋণ পরিশোধ করি।’
তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্ষম হব।’
মুজিব বর্ষ প্রসঙ্গ
রাষ্ট্রপতির ভাষণে বঙ্গবন্ধুর প্রশংসাও উঠে আসে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন সত্তা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কিংবদন্তি। আপোষহীন নেতৃত্ব দৃঢ় মনোবল আর ত্যাগের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রধান নেতা।’
মুজিববর্ষে গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করেন রাষ্ট্রপতি।