রাজধানীর মিরপুর বস্তি থেকে দেশি অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মামলায় মো. খোকন নামের এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।
সোমবার দুপুর দেড়াটায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মাৎ রোকশানা বেগম হেপী রায় ঘোষণা করেন।
এ সময় আসামি খোকন উপস্থিত ছিলেন। পরে সাজার পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
অস্ত্র আইনে করা ওই মামলায় ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। তবে এ ক্ষেত্রে পৃথক দুটি সাজা হলেও সাজার মেয়াদ এক সঙ্গে শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়। এ কারণে আসামিকে ১৭ বছরের স্থলে ১০ বছর কারা ভোগ করতে হবে।
ঢাকার দিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার শামীম আহমেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০০ সালের ২৪ মে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে খোকনকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ। খোকনের জন্ম ওই বস্তিতে। সেখানেই তার বেড়ে ওঠা।
একই বছর ১৭ অক্টোবর খোকনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রতন কান্তি রায় আদালতে অভিযোগপত্র দেন।
১৩ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এর পর সাজা দেয়া হলো।