বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানবন্দর এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ১০:৪৫

পুলিশ জানিয়েছে, বাস চাপায় নিহত দম্পতির গ্রামের বাড়ি ফরিদপুর। ঢাকায় মোল্লারটেক দক্ষিণ খান এলাকায় থাকতেন। তাদের একটি বাচ্চা আছে।

রাজধানীর বিমানবন্দর এলাকার পদ্মা ওয়েল গেটের পূর্ব পাশে গাজীপুরগামী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দম্পতি আকাশ ইকবাল ও মায়া হাজারিকা। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর। ঢাকায় মোল্লারটেক দক্ষিণ খান এলাকায় থাকতেন। তাদের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বিমানবন্দরের পদ্মা ওয়েল সংলগ্ন মেইন রাস্তায় খিলক্ষেত গামী আজমেরী গ্লোরী বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দম্পতি। ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা।

খবর পেয়ে সকাল সোয়া সাতটায় মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

নিহত আকাশের ফুফাতো ভাই মিজানুর রহমান জানান, আকাশ বারিধারার ডিওএইচএসের একটি ডেভলপমেন্ট কোম্পানিতে অফিসার পদে চাকরি করতেন। তার স্ত্রী মায়া বিমানবন্দরে অবস্থিত হোটেল লেট ক্যাসেল চাকরি করতেন।

সকালে তারা দক্ষিণখানের মোল্লারটেকের বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন।

নিহত আকাশ ফরিদপুর সদর উপজেলার ধুলদি গ্রামের জাফর শেখের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে আকাশ ছিল ছোট।

এ বিভাগের আরো খবর