সৌদি আরবে বাংলাদেশি পরিচয় নিয়ে যাওয়া রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করতে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে রোববার দুপুরে কিং সালমান রিলিফ সেন্টার বাংলাদেশ আয়োজিত রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩০ হাজার খাদ্যঝুড়ি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে অবস্থানরত কোনো রোহিঙ্গার যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে বা তারা যদি বাংলাদেশি পরিচয়ে যায় তাহলে এগুলো বিচার-বিশ্লেষণ করে পাসপোর্ট দেয়া হবে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রবলেমটা আজকের না। ৫০-৬০ বছর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। সৌদি আরবও তাদের আশ্রয় দিয়েছে। একটি সৌদি শহরে রোহিঙ্গারা ক্যাম্প করে থাকছে।’
রোহিঙ্গাদের মিয়ানমারের বাসিন্দা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা সবসময় বলে আসছি যারা রোহিঙ্গা তারা বাংলাদেশি নাগরিক নয়। আর যদি আমরা কাউকে পাসপোর্ট দিয়ে থাকি, সে পাসপোর্ট রিনিউ অবশ্যই করব। কিন্তু মিয়ানমারের অধিবাসী যারা তারা মিয়ানমারের সিটিজেন, বাংলাদেশের সিটিজেন নয়।’
রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের মধ্যে খাদ্যঝুড়ি বিতরণের জন্য তিনি সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য খাদ্যঝুড়ি বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অতিথিরা। ছবি: নিউজবাংলা
কামাল জানান, বর্তমানে যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্যে দিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্র হবে বাংলাদেশ।
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বর্তমানে দেশে অতি দরিদ্রের হার শতকরা ১১-১২ ভাগ ও তা ক্রমহ্রাসমান। দরিদ্রদের বেশির ভাগই উপকূলীয় এলাকায় বাস করেন।’
বাংলাদেশ সরকারের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়ার প্রকল্পে সৌদি সরকার সহায়তা করলে তা একটি প্রশংসনীয় উদ্যোগ হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গাদের দেশে পাঠাতে সৌদি সরকারকে পাশে চেয়েছেন।
রোহিঙ্গা ও অসহায় জনগোষ্ঠীর মানবিক সংকট ও দুর্ভোগ লাঘবে কক্সবাজার, ঢাকা, নীলফামারী, যশোর, রাজশাহী ও চট্টগ্রামের অসহায় মানুষদের মধ্যে খাদ্যঝুড়ি বিতরণ করা হয়।