রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি পিকআপভ্যান পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর গুলশান থানা এলাকায় পিকআপভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
সুবাস্তু শপিং মলের পূর্ব পাশের রাস্তায় রোববার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
গুলশান থানার ডিউটি অফিসার সিনথিয়া আক্তার নিউজবাংলাকে জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পিকআপভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পথচারীর মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।