বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপস-খোকন দ্বন্দ্ব মিটবে অচিরেই: তাজুল ইসলাম

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ১৮:০৮

‘মানুষের দৃষ্টিভঙ্গী নিয়ে পার্থক্য থাকতেই পারে, কিন্তু একটা সময়ের ব্যবধানে তা ঠিক হয়ে যায়। দুই জনের (তাপস-খোকন) দ্বন্দ্বের অচিরেই সমাধান হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরমেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাবেক মেয়র সাঈদ খোকনের দ্বন্দ্বের অবসান অচিরেই ঘটবে বলে আশা করছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষের দৃষ্টিভঙ্গী নিয়ে পার্থক্য থাকতেই পারে, কিন্তু একটা সময়ের ব্যবধানে তা ঠিক হয়ে যায়। দুই জনের (তাপস-খোকন) দ্বন্দ্বের অচিরেই সমাধান হবে।’

রাজধানীর ওয়াসা ভবনে শনিবার সরকারি-বেসরকারি ব্যাংককে ঢাকা ওয়াসার ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড-২০১৯-২০২০’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন দুটি মার্কেটের নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ নিয়ে বর্তমান ও সাবেক দুই মেয়র এখন মুখোমুখি। এই দোকানগুলো বরাদ্দ দেয়া হয় মেয়র খোকনের আমলে। দোকনিরা দাবি করছেন, তারা টাকা দিয়ে বরাদ্দ নিয়েছেন এবং এর রসিদও আছে।

তবে সিটি করপোরেশন বলছে, দোকানিদের কাছ থেকে নেয়া টাকা সংস্থার তহবিলে জমা পড়েনি। সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে, যার তদন্ত করছে পিবিআই।

ওয়াসা ভবনের অনুষ্ঠানে শেখ ফজলে নুর তাপস ও সাঈদ খোকনের দ্বন্দ্ব নিয়ে স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংবাদকর্মীরা। এর সরাসরি কোনো জাবাব না দিয়ে, এই দ্বন্দ্ব শিগগিরই কেটে যাবে বলে আশা জানান মন্ত্রী।

নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্মপরিকল্পনা

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে আগামী সপ্তাহে দুই সিটি করপোরেশনকে নিয়ে বৈঠক করা হবে।

তিনি বলেন, ‘খালগুলোর দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সুফল পাবে রাজধানীবাসী।

‘দুই সিটি করপোরেশন মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে কাজ শুরু করলেও আগামী সপ্তাহে তাদের নিয়ে মন্ত্রণালয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হবে। দুই মেয়রের পরিকল্পনা জেনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মপরিকল্পনা ঠিক করে দেয়া হবে।’

নাগরিক সমস্যা দূর করে একটি আধুনিক বাসযোগ্য, দৃষ্টিনন্দন ঢাকা শহর উপহার দিতে যা যা প্রয়োজন সব করার আশ্বাস দেন মন্ত্রী।

জেলায় জেলায় ইন্সিনেরেশন প্ল্যান্ট

আমিনবাজারে বর্জ্যের স্তূপে ময়লা ফেলার সুযোগ নেই- এই বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছি। সে অনুযায়ী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমিনবাজারে ইন্সিনেরেশন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর কার্যক্রমও শুরু হয়েছে। ইন্সিনেরেশন প্ল্যান্টে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য লাগবে সে পরিমাণ বর্জ্য সরবরাহ করা হলে যেখানে সেখানে আর ময়লা আবর্জনা পড়ে থাকবে না।’

সব সিটি করপোরেশন ও প্রতিটি জেলায় ইন্সিনেরেশন প্ল্যান্ট স্থাপন করা হবে বলেও জানান তাজুল ইসলাম।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীম।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ৩৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের হাতে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর