রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে চার কোল্ডস্টোরেজকে ৭৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে র্যাব। সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করেন।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রি ও বাজারজাত করায় চারটি কোল্ড স্টোরেজকে ৭৪ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অপরিষ্কার স্থানে পচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রি ও বাজারজাতকরণ করে আসছিল।
কোল্ড স্টোরেজগুলোর মধ্যে আরশাদ আইচ অ্যান্ড ফ্রিজিংকে ২৮ লাখ, মাসুদ ফুড কোল্ড স্টোরেজ অ্যান্ড আইচ প্লান্টকে আট লাখ, দেলোয়ার কোল্ড স্টোরেজকে ৩২ লাখ ও মেরিন ফিসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।