করোনা টিকা কেনার দায়িত্ব পেয়ে বেক্সিমকো বাণিজ্যের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
শুক্রবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে এমন অভিযোগ করে বামপন্থি যুব সংগঠনের নেতারা।
টিকা কেনা নিয়ে দুর্নীতি ও বাণিজ্য বন্ধ করে সবার জন্য তা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা-দুর্নীতির যে বিষবৃক্ষ শেকড় গেড়েছে, তারই ধারাবাহিকতায় আজকে টিকা নিয়ে বাণিজ্যের পাঁয়তারা চলছে।’
তিনি বলেন, ‘সরকারি ক্রয়নীতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে কোন মানদণ্ডে বেক্সিমকোকে চুক্তিবদ্ধ করা হলো জনগণ তা জানতে চায়। যে কোনো যুক্তিতেই করা হোক না কেন, এটি সুস্পষ্ট দুর্নীতি। যিনি বা যারাই এ সিদ্ধান্ত নিয়েছেন তারাও এ দুর্নীতির অংশ।’
হাফিজ বলেন, ‘সরকার ৪৭ শতাংশ বেশি ব্যয়ে যে করোনা টিকা আনা হচ্ছে তা বেক্সিমকোকে অন্যায় সুবিধা দেয়ার জন্যই হচ্ছে। জনগণের করের টাকা দিয়ে এমন অনৈতিক প্রচেষ্টা মেনে নেয়া হবে না।’
সংগঠনের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘আজকে বিশ্বের বিভিন্ন দেশ তাদের জনসংখ্যার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ডোজ ভ্যাকসিনের প্রি-অর্ডার নিশ্চিত করেছে। তারা এরই মধ্যে ভ্যাকসিন দেয়া শুরু করেছে। অথচ আমরা তিন কোটি ডোজের কথা শুনছি এখনও। এর বাইরের মানুষের কী হবে? তারা কীভাবে ভ্যাকসিন পাবে তার কোনো নির্দেশনাও দেখা যাচ্ছে না।
‘যে কোনো মূল্যে দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে হবে।’
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন।