রাজধানীর কাওরানবাজারে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচার করার অভিযোগে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন আলী হোসেন, জাকির হোসেন, জুয়েল হোসেন।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে, মাদক কারবারিদের একটি দল কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আনছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের চালানটি রাত ১২টার পর কাওরান বাজার এলাকায় সুবিধাজনক স্থানে হস্তান্তর করা হবে বলে জানতে পারে র্যাব। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল কাওরানবাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেটের সামনে রাস্তার ওপর চেকপোস্ট বসায়। তারা সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালাতে থাকে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাত ১২টার দিকে সাদা রঙের একটি প্রাইভেট কার তল্লাশির জায়গায় পৌঁছায়। গাড়িতে থাকা চালকসহ তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা টেকনাফ থেকে আসার কথা স্বীকার করে। তাদেরকে ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা অস্বীকার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে তাদের গাড়িতে লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে ওই ব্যক্তিরা। তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিশেষ কায়দায় কেটে ভেতরে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ও গাড়িটি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাড়িতে করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন গ্রেপ্তাররা। তারা কক্সবাজার থেকে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা রেখে ঝালাই করে। পরে সেই ইয়াবা ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।