প্রয়াত আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জ জেলায়। ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক আতাউর রহমান রুকু জানান, তিনি করোনা আক্রান্ত ছিলেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর করোনা পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয়।
ঢাকা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোন্দকার আব্দুল মান্নান আর নেই।
বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
ঢাকা আইনজীবী সমিতির সহকারী সাধারণ সম্পাদক আকতার উজ্জামান হিমেল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রয়াত আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জ জেলায়। ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক আতাউর রহমান রুকু জানান, তিনি করোনা আক্রান্ত ছিলেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর করোনা পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয়।
সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান।