রংপুরে অসহায়, দুস্থ নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূলে চিকিৎসা, ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড ৩০ বীর।
বুধবার দুপুরে রংপুর নগরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা ও ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড (৩০ বীর) এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল হেদায়েতুল ইসলাম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনীর চার সদস্যের একটি মেডিক্যাল টিম প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষেকে সেবা দিচ্ছে। সেই সঙ্গে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান এবং শীতবস্ত্রও বিতরণ করেছি আমরা’।
এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড (৩০ বীর) এর লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন, ক্যাপ্টেন মীর আলী একরাম, লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ হাবিবুর রহমান হাবিব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোর্শেদুল ইসলাম।