টাঙ্গাইলের ঘাটাইলে অসহায় এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। এর আগে তিনি ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন৷
এ সময় ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।