বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপস-খোকন দ্বন্দ্ব অস্বাভাবিক নয়: স্থানীয় সরকার মন্ত্রী

  •    
  • ১২ জানুয়ারি, ২০২১ ১৭:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বললেন, ‘এসব নিয়ে তাদের নিজেদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে। সময়ের ব্যবধানে আমার মনে হয় কোনটা সঙ্গতিপূর্ণ, কোনটা অসঙ্গতিপূর্ণ – সেটা চিহ্নিত করা যাবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক এবং বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যকে খুব বড় করে দেখার অবকাশ নেই বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মন্ত্রী মনে করেন, সময় গেলে এ সংকট কেটে যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঈদ খোকন সাহেব পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। আর এখন আমাদের ব্যারিস্টার ফজলে নূর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। এখানে আমার মনে হয়, উনাদের দায়িত্ব পালনকালীন বা বর্তমানে দায়িত্ব পালন করতে গিয়ে কিছু কিছু মতপার্থক্য থাকতেই পারে। আমার মনে হয়, সেটা সময়ের ব্যবধানে নিরসন হবে।’

সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দায়ের করা মামলা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে সমস্ত মামলা-মোকদ্দমার কথা বলেছেন, আজকে আমি যেটুকু জানলাম, মামলা হোক এটা তাপস সাহেব চাননি। এবং তিনি প্রত্যাহার করার কথা বলেছেন।’

দুজন একই দলের সাবেক এবং বর্তমান মেয়র হওয়ার কারণে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে কিনা – এ প্রশ্ন রাখা হয় তাজুল ইসলামের কাছে।

জবাবে বললেন, ‘দল তো একটা বৃহৎ দল। দল বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি অথবা মতপার্থক্য হবেই, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। একে খুব বড় করে দেখার মতন বিষয় বলে আমার মনে হয় না।’

দুর্নীতির প্রসঙ্গ টেনে একে অপরকে দোষারোপ করছেন এ প্রসঙ্গটিকে কীভাবে দেখছেন জানতে চাইলে জবাবে মন্ত্রী বলেন, ‘বিষয়গুলো বাস্তবতার সঙ্গে কতখানি সঙ্গতিপূর্ণ... এই মুহূর্তে দায়িত্বশীল মন্তব্য করাটা কঠিন।

‘এসব নিয়ে তাদের নিজেদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে। সময়ের ব্যবধানে আমার মনে হয় কোনটা সঙ্গতিপূর্ণ, কোনটা অসঙ্গতিপূর্ণ – সেটা চিহ্নিত করা যাবে।’

বর্তমান এবং সাবেক মেয়রের কথা কাটাকাটির জের ধরে মন্ত্রী হিসেবে বিব্রতবোধ করছেন কিনা – জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুইজন মানুষ যখন হয়, তখন দুজন মানুষের মধ্যে দুই রকম মতামত আসতে পারে। এটা তো অস্বাভাবিক কিছু না।’

এ বিভাগের আরো খবর