হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফীকে ‘মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগে করা মামলা তদন্তে হাটহাজারী মাদ্রাসায় গিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম।
মঙ্গলবার সকালে মামলাটির তদন্ত কাজে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে পিবিআই।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক মনির হোসেন বলেন, এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার বাধ্যবাধকতা থাকায় আমরা দ্রুত মামলাটি তদন্ত করছি। ইতিমধ্যে মামলার পাঁচজন সাক্ষীর সঙ্গে কথা বলেছি। মঙ্গলবার আহমদ শফির কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায় এসেছি।
এর আগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে ‘মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগে পরিবারের পক্ষে মামলাটি করেন আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন।
মামলাটি আমলে নিয়ে আদালত এক মাসের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।
মামলার বঙ্গবন্ধু ভাস্কর্য ধোলাইখাল ফেলে দেয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।