বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লরিচাপায় নিহত ২, আহত ৩

  •    
  • ১২ জানুয়ারি, ২০২১ ০৯:২৮

লরিটি একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু। এরপর এটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েক জনকে চাপা দিলে সেখানে আরও এক জনের মৃত্যু হয়।

নেত্রকোণায় লরিচাপায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

শহরের মৌজেবালি এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শিবপ্রদাসপুর গ্রামের ভ্যানচালক সেলিম মিয়া ও মৌজেবালি গ্রামের কৃষক এমদাদুল হক।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিউজবাংলাকে জানান, নেত্রকোণা শহর থেকে একটি বালুবোঝাই লরি লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। লরিটি মৌজেবালি পৌঁছালে রাস্তার পাশে দাঁড়ানো একটি মুরগিবোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে থাকা কয়েক জনকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আরও এক জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হন মৌজেবালি গ্রামের মস্তু মিয়া, মিন্টু মিয়া ও সেলিম মিয়া।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের প্রথমে এই হাসপাতালে নেয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লরিটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিভাগের আরো খবর