বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাশবাহী অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ছিনতাই

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ২২:৪৩

ছিনতাইয়ের শিকার তাসনিয়া সুলতানা সুইটি নিউজবাংলাকে জানান, ‘বাবার লাশ অ্যাম্বুলেন্স করে বাড়িতে নেয়ার পথে কধুরখীল খোকার দোকান এলাকায় ছিনতাইকারীরা গতিরোধ করে। মুখে রুমাল বাঁধা সাত জন সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পু থেকে নেমে অ্যাম্বুলেন্সের দরজা ধাক্কাতে থাকে। একপর্যায়ে দরজা খুলে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোর চারটার দিকে কধুরখীল খোকার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার তাসনিয়া সুলতানা সুইটি নিউজবাংলাকে জানান, ‘রোববার দিবাগত রাত একটার দিকে আমার বাবা মুহাম্মদ ইলিয়াস মারা যান। তাকে একটি অ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসার পথে কধুরখীল খোকার দোকান এলাকায় ছিনতাইকারীরা গতিরোধ করে। মুখে রুমাল বাঁধা সাত জন সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পু থেকে নেমে অ্যাম্বুলেন্সের দরজা ধাক্কাতে থাকে। একপর্যায়ে দরজা খুলে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কধুরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, ‘আমার ইউনিয়নের খোকার দোকান এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় লাশের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে মোবাইল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। সকালে ঘটনা জানার পর বিষয়টি বোয়ালখালী থানা পুলিশকে জানানো হয়েছে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। কিন্তু ভুক্তভোগী কেউ এখনও থানায় অভিযোগ দেননি। তবুও আমরা ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছি।’

সোমবার দুপুর দুইটায় ইলিয়াসের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর