বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলাবাগানে ধর্ষণ হয়েছে: আইজিপি

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ২০:১৯

‘কলাবাগানে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু সুস্পষ্ট ক্রাইম। এখানে ধর্ষণ করা হয়েছে, মৃত্যু ঘটানো হয়েছে।’

রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যম পড়ুয়া যে মেয়েটি মারা গেছে, সে ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। বলেছেন, সেখানে ধর্ষণের পাশাপাশি মৃত্যু ঘটানো হয়েছে।

সোমবার রাজধানীর র‌্যাব সদরদপ্তরে র‌্যাব সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার কলাবাগানের একটি বাসায় মেয়েটি মৃত্যুর পর তার বাবা করেছেন ধর্ষণের পর হত্যার মামলা। যদিও ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, তারা জোরাজুরির প্রমাণ পাননি। তবে ধর্ষণ হয়েছে কি না সে জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

একমাত্র আসামি ফারদিন ইফতেখার দিহান এরই মধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আইজিপি বলেন, ‘কলাবাগানে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু সুস্পষ্ট ক্রাইম। এখানে ধর্ষণ করা হয়েছে, মৃত্যু ঘটানো হয়েছে।’

এ সময় আইজিপি কিশোর অপরাধীদের বিচার নিয়ে জটিলতার কথা বলেন। তিনি বলেন, ‘মানবাধিকার কর্মীরা এনজিওকর্মীরা অনেক হইচই করে অনেক আইন কিন্তু পরিবর্তন সংশোধন করেছেন। অবশ্যই আমাদের আধুনিক আইন দরকার। আইজিপি হিসেবে আমি দ্বিমত পোষণ করি না। তবে আমাদেরকে এদিকেও খেয়াল রাখতে হবে অত্যাধুনিক আইন করতে গিয়ে আমরা দেশের মধ্যে কোনো সমস্যা তৈরি করছি কি না।’

আইজিপি বলেন, বর্তমান আইনে শিশুকে থানায় নিয়ে আসলে তাকে আলাদা স্থানে রাখতে হবে। তাকে আলাদা অফিসার দিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু আবার দেশে পর্যাপ্ত প্রবেশন অফিসার নাই।

তিনি বলেন, ‘আলাদা কোর্ট বানাতে হবে। বিচার হতে হবে চাইল্ড কোর্টে। চিলড্রেনস ধরনের কোর্ট কয়টা আছে দেশে?... আবার রাখতে হবে কারেকশন সেন্টারে, জেলে রাখা যাবে না।‘

কিশোর অপরাধীদের বিষয়ে তিনি বলেন, ‘এখন হাইকোর্ট বলছে জেলে রাখা যাবে না, রাখব কোথায়?’

এ বিভাগের আরো খবর