পর পর তিন মাস তিন স্বজনকে হারালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে চাচি শেখ রাজিয়া নাসের ও ডিসেম্বরে ফুপাতো ভাই সাদেক হোসেন বাবলুর মৃত্যুর পর এবার চলে গেলেন তার বড় জা রওশন আরা ওয়াহেদ রানী।
রংপুরের পীরগঞ্জের ফতেপুরে নিজ বাড়িতে সোমবার ভোরে মারা যান ৮০ বছর বয়সী রওশন।
নিউজবাংলাকে রওশনের মৃত্যুর খবর জানিয়েছেন তার বড় ছেলে সাঈদ রেজা শান্ত। জানান, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তার মা।
রওশন ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই প্রয়াত আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী।
রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রওশন।
এক যৌথ বিবৃতিতে রওশনের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।
শোক জানিয়েছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।
সাঈদ জানান, সোমবার পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও ফতেপুর জয়সদন মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে রওশন আরা ওয়াহেদ রানীকে।
এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসায় মারা যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলির ছেলে সাদেক হোসেন বাবলু। আর গত ১৬ নভেম্বর মৃত্যু হয় বঙ্গবন্ধুর ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হওয়া আবু নাসেরের স্ত্রী শেখ রাজিয়া নাসেরের। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান তারা।