গাজীপুরের কালিয়াকৈরের কালামপুরে একটি বসতবাড়িতে আগুনে স্বামী-স্ত্রীসহ চার জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মিলন মিয়া, তার স্ত্রী মুন্নি বেগম, মো. ফরহাদ ও মো. আউয়াল। তারা লিটন মিয়া নামে এক ব্যক্তির ঘরে ভাড়া থাকতেন। নিহতদের সবাই পোশাক কারখানার শ্রমিক, গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
কালিয়াকৈর ফায়ার স্টেশন মাস্টার কবিরুল আলম জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নব্বই কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার স্টেশন মাস্টার কবিরুল আলম জানান, পূর্বপাড়া এলাকার ওই কলোনিতে বেশির ভাগ ঘরই টিনশেডের। রান্না ঘরের সিলিন্ডারের লিক হওয়া গ্যাস থেকে আগুনের সূত্রপাত। এরপর আশপাশের ৬১টি ঘরে ছড়িয়ে পরে আগুন। এ সময় ঘর থেকে সবাই বের হয়ে গেলেও চার জন আটকা পড়ে যায়।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।