বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমসটেককে কাজে লাগাতে আন্তরিক হওয়ার পরামর্শ

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ০১:৫৩

বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ পরামর্শ দেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেককে মানুষের কাজে লাগাতে সদস্য দেশগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ পরামর্শ দেন।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গঠিত হয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)।

বিমসটেকের সদরদপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায়। ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিমসটেকের তৃতীয় সেক্রেটারি জেনারেল হিসেবে ভুটান মনোনীত হওয়ায় বাংলাদেশ আন্তরিকভাবে খুশি। কেননা হিমালয় পাদদেশের এই নিকট প্রতিবেশীই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়।

তিনি বলেন, ‘বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। কারণ এখানে এখনও সহযোগিতার অনেকগুলি সম্ভাব্য ক্ষেত্র বিশাল জনগোষ্ঠীর উন্নয়নে কাজে লাগানো যায়নি।’

শাহরিয়ার আলম বলেন, বিমসটেক প্রক্রিয়াটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে বসবাসকারী মানুষের পারস্পরিক সুবিধার জন্য সর্বোত্তম ও সম্ভাব্য জোট। এর সুফল পেতে সদস্য দেশগুলোর মধ্যে গ্রহণযোগ্য ও আন্তরিক যোগাযোগ গড়ে তোলা জরুরি।

এ সময় তিনি বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেলের সব রকমের সাফল্য কামনা করেন এবং ঢাকায় অবস্থানকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিমসটেকের মূল উদ্দেশ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্পসহ আরও অনেক ক্ষেত্র নিয়ে কাজ করছে এই জোট।

এ বিভাগের আরো খবর