বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রতি বছর ঢাকা ম্যারাথনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ।
রোববার দুপুরে রাজধানীর হাতিরঝিল মুক্ত মঞ্চে ঢাকা ম্যারাথন ২০২১ এর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘এই ম্যারাথন দেশের মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে। করোনা মহামারির মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সফলভাবে পালন করতে পারায় ঢাকা ম্যারাথন ২০২১ ভবিষ্যতের যে কোনো বড় আয়োজনের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।’
প্রতি বছর ১০ জনুয়ারী এই ম্যারাথনের আয়োজন করা হবে উল্লেখ করে আগ্রহী দৌড়বিদদের এখন থেকেই প্রস্তুতি নেবার আহ্বান জানান সেনাপ্রধান।
এর আগে প্রতিযোগিতায় বিজয়ী দেশি-বিদেশি দৌড়বিদদের হাতে পুরস্কার তুলে দেন সেনা প্রধানসহ অন্যান্য অতিথিরা।
এ দিন সকালে দৌড়বিদরা আর্মি স্টেডিয়াম থেকে দৌড় শুরু করে হাতিরঝিলে এসে শেষ করেন।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এতে ইথিওপিয়া, ফ্রান্স, কেনিয়া, বাহরাইন, মরক্কো, ইউক্রেন, বেলারুশ, মালদ্বীপ, ভারত, নেপালসহ ১৩টি দেশের দৌড়বিদরা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরীসহ আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা।