সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো আর নেই। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
টিটোর ছেলে মাশুক হাসান জয় এই তথ্য জানিয়েছেন।
মাশুক জানান, ফুসফুসে জটিলতা থাকায় অনেক দিন ধরেই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। সবশেষ অসুস্থতা বেড়ে যাওয়ায় তিন দিন আগে ভর্তি হন হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় রোববার সকালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
দুপুরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মাশুক বলেন, সোমবার বেলা ১২টায় তার বাবার মরদেহ নেয়া হবে শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। সেখানে সবার শ্রদ্ধা নিবেদন শেষে জোহরের নামাজের পর নগরের ঈদগাঁ ময়দানে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
খালেদুর রহমান টিটো ছিলেন পাকিস্তান আমলের ছাত্রনেতা। তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে ভাসানী-ন্যাপের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। পরে যোগ দেন হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে।
এরশাদ সরকারের আমলে শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে আওয়ামী লীগে যোগ দেয়ার পর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।
তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পাননি খালেদুর রহমান টিটো।