বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পি কে হালদারের বক্তব্যের ফুটেজ জমা একাত্তরের

  •    
  • ১০ জানুয়ারি, ২০২১ ১২:৩৮

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে রোববার ভিডিও ফুটেজসহ সিডি জমা দেয়া হয়। একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদ স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি কে হালদারের বক্তব্যের নিউজ ও টিভি টকশোর ভিডিও ক্লিপ আদালতে জমা দিয়েছে একাত্তর টেলিভিশন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে রোববার ভিডিও ফুটেজসহ সিডি জমা দিয়েছে সংবাদমাধ্যমটি।

একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদ স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

গত ৩০ ডিসেম্বর হাইকোর্ট পি কে হালদারসহ আইনের দৃষ্টিতে পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, ‘বাকস্বাধীনতার নামে পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য টিভি নিউজ ও টকশোতে প্রচারের বিষয়টি আমরা অনুমোদন দেব না। কারণ এতে জনগণের কাছে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

‘এ জন্য একাত্তর টেলিভিশনসহ সকল টিভি ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে পলাতক আসামিদের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো।’

একই সঙ্গে পি কে হালদারের বক্তব্যের নিউজ ও টকশোর ভিডিও ক্লিপ ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টে সরবরাহ করতে একাত্তর টেলিভিশনকে নির্দেশ দেয় আদালত।

গত ২৮ ডিসেম্বর একাত্তর টিভির ১০টার সংবাদ ও সাড়ে ১১টায় একাত্তর জার্নালে পি কে হালদারকে অতিথি করে তার বক্তব্য প্রচার করা হয়।

পলাতক আসামির বক্তব্য প্রচার আদালত অবমাননাকর উল্লেখ করে হাইকোর্টে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

২০২০ সালের শুরুতে পি কে হালদার বিদেশে পালিয়ে যান বলে তথ্য পাওয়া যায়। এরপর তার পাসপোর্ট, সম্পত্তি জব্দ করা হয়। আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক থেকেও তাকে অপসারণ করা হয়।

এ বিভাগের আরো খবর