বাংলাদেশে মার্কিন দূতাবাসসহ অন্যান্য পশ্চিমা দূতাবাসগুলোর কাছে বাকস্বাধীনতা নিয়ে আর কোনো ‘কূটিল’ বিবৃতি চান না প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টুইটার পেজ ব্লক করে দেয়া সংক্রান্ত সিএনএনের একটি সংবাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করে এ কথা লিখেছেন তিনি।
জয় লিখেছেন, ‘টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রকাশ করে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্টসহ আরও কয়েকটা সংস্থাকে চিরতরে নিষিদ্ধ করেছে। এটাই যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার সীমা।
‘এটা তাদের জন্য যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন তোলে, মার্কিন সরকার এ ধরনের বিষয়গুলো বেসরকারি সংস্থাকে নিয়ন্ত্রণের সুযোগ দিয়ে থাকে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি, বেসরকারি সংস্থার এ দায়িত্ব থাকা উচিত নয় বরং আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।’
জয় লিখেছেন, ‘প্রত্যেকেরই বাকস্বাধীনতার অধিকার রয়েছে। কিন্তু এটা সেখানেই শেষ হওয়া উচিত যখন কেউ ভুল তথ্য ছড়িয়ে অন্যকে আঘাত করে। অন্যকে আঘাত করার অধিকার কারও নেই।
‘আমি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাশাপাশি অন্যান্য পশ্চিমা দূতাবাসকেও এই পোস্টটি নোট করার জন্য বলছি। ভবিষ্যতে বাংলাদেশের বাকস্বাধীনতার বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে আর এমন ভণ্ডামিপূর্ণ বক্তব্য দেখতে চাই না।’
এরপর জয় কয়েকটি সংবাদের লিঙ্ক শেয়ার করেছেন।