রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় চাকা ভেঙে গেছে একটি প্রশিক্ষণ উড়োজাহাজের।
গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান অবতরণের সময় শনিবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান নিউজবাংলাকে জানান, অবতরণের সময় প্রশিক্ষণ বিমানটির সামনের চাকা ভেঙে যায়। তবে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী কেউই আহত হননি।
উড়োজাহাজটিতে প্রশিক্ষক ছিলেন ক্যাপ্টেন মশিউর রহমান। আর প্রশিক্ষণার্থী রায়হান গফুর।
এ ঘটনার পরপরই বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে এক ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। রানওয়ে পরিষ্কার হলে আবারও বিমান চলাচল শুরু হয়।
বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন জানান, পড়ে যাওয়ায় উড়োজাহাজটির কিছুটা ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে পৌঁছায়। তবে তার আগেই বিমানবন্দরের কর্মীরা উদ্ধার শেষ করেন।
দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান নিরাপত্তা সুপারভাইজার।