বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ম অবমাননা করা উচিত নয়: আমু

  •    
  • ৮ জানুয়ারি, ২০২১ ১৭:২৫

তিনি বলেন, ‘যারা ইসলাম‌কে ব্যবহার করে রাজনী‌তি বা জঙ্গি কার্যক্রম চালায় তারা ইসলাম তথা মুসলমা‌নের শত্রু। দে‌শের মুস‌লিম যুব সম্প্রদায়‌কে স‌ত্যিকারের ইসলা‌মের প‌থে আসতে হ‌বে, যে ইসলাম ধর্মান্ধতা কিংবা জঙ্গিবাদের বিরু‌দ্ধে শা‌ন্তি প্র‌তিষ্ঠার জন্য কাজ ক‌রে।’

বাংলা‌দেশ আওয়ামী লী‌গের উপ‌দেষ্টা মন্ডলীর সদস্য, সা‌বেক শিল্প মন্ত্রী ও সাংসদ আমির হো‌সেন আমু ব‌লে‌ছেন, ‘আমরা ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নই। ধর্ম‌কে আমরা রাজনী‌তির হা‌তিয়ার হি‌সে‌বে ব্যবহার ক‌রি‌নি এবং কর‌তে চাইনা। ধর্ম অবমাননা কা‌রও করা উচিত নয়। রাজনী‌তি এবং ধর্ম আলাদা। একের সঙ্গে অপ‌রের মেলা‌নোর সু‌যোগ নেই।’

শুক্রবার দুপুরে ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপ‌জেলার মোল্লারহাট ইউনিয়নে বজলুর র‌শিদ জা‌মে মস‌জি‌দের উদ্বোধনী অনুষ্ঠা‌নে ভার্চুয়াল মাধ্য‌মে এ কথা ব‌লেন তিনি।

তি‌নি ব‌লেন, ‘৭১ সা‌লে দেশ স্বাধী‌নের পর বঙ্গবন্ধু গর্ব ক‌রে ব‌লে‌ছি‌লেন আমাদের দেশ সব‌চে‌য়ে সংখ্যাগ‌রিষ্ঠ মুস‌লিম দেশ। তি‌নি ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন প্র‌তিষ্ঠাসহ মুস‌লিম ধর্মাবলম্বী‌দের জন্য অনেক মস‌জিদ মাদরাসা প্র‌তিষ্ঠা ক‌রে গে‌ছেন। তি‌নি ইসলা‌মের পৃষ্ঠ‌পোষকতা কর‌লেও ধর্ম নি‌য়ে রাজনী‌তি ক‌রেন‌নি। তার সু‌যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনাও ধর্ম নি‌য়ে রাজনী‌তি ক‌রেন‌ না।’

ইসলাম জঙ্গীবাদ‌কে সমর্থন ক‌রে না মন্তব্য করে আমু বলেন, ‘যারা ইসলাম‌কে ব্যবহার ক‌রে রাজনী‌তি বা জঙ্গি কার্যক্রম চালায় তারা ইসলাম তথা মুসলমা‌নের শত্রু। দে‌শের মুস‌লিম যুব সম্প্রদায়‌কে স‌ত্যিকা‌রের ইসলা‌মের প‌থে আসতে হ‌বে যে ইসলাম ধর্মান্ধতা কিংবা জঙ্গিবা‌দের বিরু‌দ্ধে শা‌ন্তি প্র‌তিষ্ঠার জন্য কাজ ক‌রে।’

প‌রে তি‌নি বজলুর র‌শিদ জা‌মে মস‌জি‌দের উদ্বোধন ঘোষণা ক‌রেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, তোফা‌জ্জেল হো‌সেন মা‌নিক মিয়া স্কুল অ্যান্ড ক‌লে‌জের গভর্নিং ব‌ডির সভাপ‌তি সাংবা‌দিক আকতার ফারুক শা‌হিন, মোল্লারহাট ইউনিয়নের আওয়ামী লী‌গের সভাপ‌তি ম‌জিবর রহমান মাস্টার, চেয়ারম্যান ক‌বির হো‌সেন, সা‌বেক চেয়ারম্যান এনামুল হক আলম, তোফা‌জ্জেল হো‌সেন মা‌নিক মিয়া স্কুল এন্ড ক‌লে‌জের প্রধান শিক্ষক ব‌শিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সেন্টুসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর