আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিটিভিসহ দেশের সব বেসরকারি টেলিভিশনে একযোগে এ ভাষণ প্রচার করা হচ্ছে।
প্রায় ৩০ মিনিটের এ ভাষণে সরকারের বিভিন্ন অর্জনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলা করে অর্থনীতির চাকা ধরে রাখা এবং গত ১২ বছরে যেসব উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে তা বিস্তারিত দেশবাসীর সামনে তুলে ধরেন সরকার প্রধান।
এর আগে, মহান বিজয় দিবসকে সামনে রেখে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভাষণের কয়েক দিন আগে বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষণে তিনি বর্তমান সরকারের সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেয়া সব পদক্ষেপের কথা তুলে ধরেন।
বিগত এক দশকে সরকারের নেয়া সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখাকে আধুনিক সমরাস্ত্র ও উপকরণ দিয়ে সমৃদ্ধ করার বিষয়গুলোও ছিল ভাষণে।