সিগারেট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরনো ভবনে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরনো ভবনের চার তলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ঘেঁষা কার্নিশে রোগীদের ব্যবহার্য কাপড়, তাদের স্বজনদের ফেলে দেওয়া বিস্কুটের প্যাকেট, পানির বোতল পড়ে আছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধোঁয়া নির্বাপনের চেষ্টা করছিলেন।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মোহাম্মদ সালেহউদ্দিন সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে উপর থেকে কেউ সিগারেট খেয়ে ফেলে দেয়। এরপর সেখানে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। দ্রুত ব্যবস্থা নেয়ায় আগুন আইসিইউ পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে সেখানে বাইরে থেকে ধোঁয়া প্রবেশ করে অন্ধকার হয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও আশেপাশের কার্নিশ, খোলা পরিত্যক্ত জায়গায় রোগীর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বছরের পর বছর পড়ে আছে। আর এসব থেকে এর আগেও তিন বার আগুন ধরে যায় ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ এই হাসপাতালে।
সবশেষ ঘটনায় ধোঁয়া আইসিইউতে প্রবেশ করায় চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। তবে আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্তে বেরিয়ে আসবে আগুনের কারণ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হাসপাতালের আশপাশে ময়লা বা পরিত্যক্ত জায়গায় অব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকতে পারে। কিন্তু সেগুলো কেন বা কীভাবে এলো এবং দ্রুত পরিষ্কার করা যায়, সে বিষয়েও কাজ করা হবে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দুইটার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।