ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবনের চতুর্থ তলায় ধরা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ধরার কারণ জানা যায়নি। হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।
ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক আশরাফুল হক নিউজবাংলাকে জানান, আগুন কীভাবে লেগেছে, তা জানা যায়নি। আগুন লাগার পর রোগীরা এদিক-সেদিক ছুটতে থাকে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি আরও জানান, আগুনে রোগীদের ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন ধরার হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড়। ছবি: পিয়াস বিশ্বাস