অন্যের জমি দখলে নাম আসা ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম এবার পটুয়াখালীর পায়রা বন্দরের কাছে ভুয়া দলিলে পৌনে পাঁচ একর জমি দখল করার পর প্রতিরোধের মুখে পড়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করছেন, সংসদ সদস্য তার মদিনা গ্রুপের নামে ওই জমি দখল করেছেন। পায়রা বন্দরের দিকে যাওয়া চার লেন রাস্তার পাশে পেট্রল পাম্প বসানোর চেষ্টা করেছেন।
অভিযোগ উঠেছে, জমি দখলের পর মালিকদের মারধরের হুমকি দেয়া হয়েছে। তাদের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। এভাবে তাদেরকে এলাকা ছাড়া করতে বাধ্য করা হয়েছে।
পাঁচ বছর জমি উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরেও ফল পাননি। তবে গত অক্টোবরে ঢাকায় নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় পুত্র ইরফান সেলিম কারাগারে যাওয়া পর হাজী সেলিমের দখল করা বহু জমি উদ্ধার করেছে প্রশাসন। এই ঘটনার পর সাহসী হয়ে ভুক্তভোগীরা একজোট হয়েছেন। দখলদারদের হটিয়ে দিয়েছেন। রাত জেগে পাহারাও দিচ্ছেন।
হাজী সেলিমের লোকদের করা বাঁধ কেটে দিয়ে জমি আবার চাষের উপযোগী করা হচ্ছে। ছবি: নিউজবাংলাহাজী সেলিমের লোকদের করা বাঁধ কেটে দিয়ে জমিটি আবার চাষের উপযোগী করা হচ্ছে।
হাজী সেলিমের বিরুদ্ধে পুরান ঢাকাতেও একই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ সম্পত্তি দখলের অভিযোগ আছে। সব ক্ষেত্রেই তিনি জমি বা স্থাপনা কেনার দলিল হাজির করেন। এরপর তার লোকজন গিয়ে শক্তি দেখিয়ে সব দখল করে।
হাজী সেলিমের দখলে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কালের তিব্বত হল, এমনকি রাষ্ট্রায়াত্ব ব্যাংক অগ্রণীর শত কোটি টাকা মূল্যের জমি। যেটি ইরফান সেলিমকে গ্রেপ্তারের পর উদ্ধার করে র্যাব বুঝিয়ে দিয়েছিল ব্যাংককে। সেই জমি থেকে আবার ব্যাংককে হটিয়ে দিয়েছেন তিনি।
ঢাকা ছাড়িয়ে নারায়ণঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকাতেও বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি দখল করেছিলেন হাজী সেলিম। তবে সেখান থেকে তাকে উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
ফতুল্লার পিলকুনি এলাকায় সাখাওয়াত হোসেন নামে এক বৃদ্ধের জমিও দখলের চেষ্টা করেছিলেন হাজী সেলিম। তাকে চার বছর ধরে পানিবন্দি করে রাখার পর সম্প্রতি ভূমি অফিস থেকে সাখাওয়াতের পক্ষে রায় দেয়া হয়েছে।
পুরান ঢাকায় বধির স্কুলকে বরাদ্দ দেয়া জমিতে হাজী সেলিমের গড়ে তোলা পেট্রল পাম্পের একাংশও উদ্ধার করেছে প্রশাসন।
পায়রাতে যা ঘটেছে
দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের প্রবেশমুখের কিছু আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া গ্রামের ঘটনা এটি।
ভুক্তভোগীদের এক জন চার সন্তানের জনক ইউসুফ মিনা। বয়স তার ৬৭।
হাজী সেলিমের জমি দখলের ভুক্তভোগী ইউসুফ মিনা। ছবি: নিউজবাংলাআশির দশকে গ্রামের হাশেম মৃধার কাছ থেকে দুই একর জায়গা কেনেন তিনি ও তার ভাইয়ের ছেলে ইউনুস মিনা। বছর দুই আগে বিএস জরিপও তাদের নামে রেকর্ড রয়েছে।
তাদের বাড়ির পূর্বপাশে কেনা ওই জমির সঙ্গে আরও এক একর জমি ৯০ এর দশকের আগে তার আরেক সন্তান আল মামুন এবং ভাইয়ের ছেলে ইউনুস, আনোয়ার, শহিদুল, মান্নান ও দেলোয়ারের নামে কেনেন।
পাশের দুই একর জমিও সে সময় কেনা হয় আহসান পাভেল, ইসমাইল গাজী, মোজাম্মেল ও কামরুল ইসলামের নামে। এরা ইউসুফ মিনার নিকটাত্মীয়।
ওই পাঁচ একর জমি পায়রা বন্দরের সংযোগের জন্য তৈরি করা চার লেন রাস্তার পাশে। স্থানীয় কয়েক জন ওই জমি বিক্রি করতে মালিকদের নানা ভাবে প্রস্তাব দিতে থাকে। কিন্তু রাজি হননি মালিকরা।
ইউসুফ মিনা জানান, ২০১৬ সালের মে মাসে আচমকা মদিনা গ্রুপের লোকজন এসে দলিল দেখান। তারা নাকি দুই একর জমি বিক্রি করেছেন।
এরপর থেকে ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদে ধরনা দিতে থাকেন জমি উদ্ধারের জন্য। কিন্তু লাভ হয়নি। পরে আদালতে যান তারা।
এতে কাজ তো হয়ইনি, উল্টো দুই বছরের মাথায় পাঁচ একর জমির পুরোটাই দখল করে নেয় হাজী সেলিমের লোকজন।
ইউসুফ মিনার স্ত্রী কহিনুর বেগম জানান, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি রাতে মুখোশধারী ডাকাত দল তাদের ঘরে ঢুকে টাকা, স্বর্ণালংকার নিয়ে যায়। সেই থেকে তাদের সন্তানরা ওই এলাকা ছেড়ে কলাপাড়া উপজেলা শহরে আশ্রয় নেন। সেখানেই দোকান দিয়েছেন।
ইউসুফ মিনার ছেলে আবুল কালাম বলেন, ‘শহরে গিয়াও শান্তিতে থাকতে পারি নাই। পিরায় (প্রায়) দোহানে যাইয়া হুমকি দেয়। গত বছর বাবারে মসজিদে মাগরিবের নামাজ পরতে যাওয়ার সময় মারছে। ডরে কেউ মুখ খুলে নাই।’
গ্রেপ্তারের পর হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: নিউজবাংলাইউসুফ মিনার ছেলে আল মামুন কাজ করেন স্থানীয় একটি সরকারি অফিসে। বলেন, ‘হাজী সেলিমের ছেলেকে গ্রেপ্তারের খবরে আমরা ভুক্তভোগী ১৩টি পরিবারের সদস্যরা এক হয়ে জমি উদ্ধারের চেষ্টা করছি।’
আনোয়ার মিনা বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হইছি। জোর কইরা ডর দেহাইয়া মোগো জমি দহলে নিয়া এলাকা ছাড়া করেছে হাজী সেলিম। এবার মোরা আর ছাড়মু না। মোরা এহন দিন রাইত পাহারা দিই মুগো জমি।’
পটুয়াখালীর পায়রা বন্দরের কাছে ভুয়া দলিলে হাজী সেলিমের দখল করা পৌনে পাঁচ একর জমি। ছবি: নিউজবাংলাভূক্তভোগীদের এক জন সৈয়দ আহসান পাভেল সংবাদকর্মী। জানান, ভুয়া কাগজ আর লোক দেখিয়ে তাদের এক একর ৪৩ শতাংশ জমি দখল করা হয়েছে। ওই জমিতে মদিনা ফিলিং সার্ভিস সেন্টার নির্মাণ করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ‘ওই সম্পত্তি আমরা পুনরুদ্ধার করে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করছি। জমিতে মদিনা গ্রুপের দেয়া রিংবাধও আমরা কেটে ফেলেছি। ঘণ্টায় আড়াই হাজার টাকা ভাড়া নিয়ে এক্সক্যাভেটর এনে জমি সমান করার চেষ্টা করছি।’
হাজী সেলিমের ‘ডান হাত’ শিমু চেয়ারম্যান
স্থানীয়দের অভিযোগ, পায়রা বন্দর নির্মাণ কাজ শুরু থেকেই হাজী সেলিম ওই এলাকায় দখল নেয়ার চেষ্টা করতে থাকেন। বন্দরের পাশের টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরকে পক্ষে টানেন তিনি।
শিমু চেয়ারম্যানের লোকদের মাধ্যমেই পায়রা বন্দর ও আশপাশের এলাকায় দখল চলে।
ওই ১৩ পরিবারের পাঁচ একর জমি দখল করে হাজী সেলিমকে বুঝিয়ে দেয়ার অভিযোগ এই জনপ্রতিনিধির বিরুদ্ধেই।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীর। ছবি: নিউজবাংলা২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি ইউসুফ মিনার ঘরে যে ডাকাতি হয় তাতে শিমু চেয়ারম্যানের লোকজনের সম্পৃক্ততার অভিযোগও করছেন ভুক্তভোগীরা।
যদিও এসব অভিযোগ অস্বীকার করে শিমু মীর বলেছেন, ‘হাজী সেলিম আওয়ামী লীগের প্রভাবশালী এমপি। তিনি ঢাকায় থাকেন, এখানে তার ব্যবসা রয়েছে। আমি জাস্ট স্থানীয় চেয়ারম্যান হিসেবে তাকে যতটুকু সহায়তা করার ততটুকুই করছি। কিন্তু তাও আগে, এখন না।’
গত ২৯ নভেম্বর বিকেলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলমকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ আছে শিমু মীর ও তার বাহিনীর বিরুদ্ধে।
এ ঘটনায় ওই দিন রাতে মামলা করার পর রাতেই শিমু মীরকে তার স্ত্রী ও তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
তবে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
মদিনা গ্রুপের বক্তব্য
মদিনা গ্রুপের ডিজিএম (ল্যান্ড) নুরুল হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, ‘এটি এখন ডেড ইস্যু। বিষয়টি নিয়ে আদালতে দুটি মামলা চলমান। এখন আদালত সিদ্ধান্ত দেবে জমি কার। আমরা ইউসুফ মিনার ছেলে ইসমাইলের কাছ থেকে জমি কিনেছি। আমাদের কাগজপত্র আছে। এখন ওনারা (ইউসুফ) বলছে ওই জমি তাদের।’
দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই আমরা ঢাকা থেকে টাকা দিয়ে জমি কিনেছি। ওখানে দখল করতে কেন যাব? বিষয়টি কলাপাড়া উপজেলার অ্যাডভোকেট নাসির উদ্দিন দেখভাল করছেন। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে তার কাছ থেকে জেনে নিন।’
তবে কলাপাড়ায় নাসিরউদ্দিন নামে কোনো আইনজীবী আছেন কি না তা জানা যায়নি বহু চেষ্টা করেও।