বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওএমএস কেলেঙ্কারির নেতাকে সম্মাননা, ডিসির দায় এড়ানো নিয়ে প্রশ্ন

  •    
  • ৬ জানুয়ারি, ২০২১ ২০:৫০

স্ত্রী, মেয়ে, ভাই-বোনসহ কয়েক জন আত্মীয়ের নাম ওএমএসের কার্ডের তালিকায় তোলা আওয়ামী লীগ নেতাকে সমাজসেবা পুরস্কার দেয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড়। জেলা প্রশাসক দায় দিচ্ছেন সম্মাননা কমিটিকে।

ব্রাহ্মণবাড়িয়ার ওএমএসের চাল কেলেঙ্কারিতে নাম আসা আওয়ামী লীগ নেতা শাহআলমকে সমাজসেবা সম্মাননা দেয়ার ঘটনায় জেলা প্রশাসকের ভূমিকার সমালোচনা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মাননা কমিটির চেয়ারম্যান আল-মামুন সরকার।

জেলার প্রেসক্লাবে বুধবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের সিদ্ধান্তে যথাযত প্রক্রিয়াতেই শাহআলমকে সম্মাননা দেয়া হয়েছে। তাকে মনোনীত করার বিষয়টি জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন আগে থেকেই জানতেন।

তিনি অভিযোগ করে বলেন, এই সংবাদ (শাহ আলমকে সম্মাননা দেয়ার সংবাদ) একটি অনলাইন পোর্টালে ছাপা হওয়ার পর জেলা প্রশাসক রহস্যজনক কারণে সমাজসেবার উপপরিচালককে সম্মাননা দেয়ার কারণ ব্যাখ্যা করার জন্য চিঠি দেন ও গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলেন।

সম্মাননা প্রদানের দিন সকালে জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান শাহআলমকে সঙ্গে নিয়ে হিজড়া ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করেন। শাহআলম সকালে ভালো ছিলেন, বিকেলেই খারাপ হয়ে গেলেন?

এর আগে মঙ্গলবার খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্ডে অনিয়মের কারণে বিতর্কিত আওয়ামী লীগ নেতা শাহআলমকে সমাজসেবা সম্মাননা দেয়ায় সম্মাননা কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের উদ্দেশে চিঠি দেন জেলা প্রশাসক।

চিঠিতে তিনি বলেন, বিতর্কিত ওই নেতাকে কোন প্রক্রিয়ায় সম্মাননার জন্য বাছাই করা হলো, তা জানতে চেয়ে জেলা সমাজসেবা কার্যালয়কে চিঠি দেয়া হয়েছিল। কিন্তু সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হক তাপসের লিখিত ব্যাখ্যা সন্তোষজনক নয়।

শাহআলমকে সমাজসেবার সম্মাননা প্রদানে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করেন জেলা প্রশাসক।

সমাজসেবা মন্ত্রণালয়কে দেয়া জেলা প্রশাসকের চিঠি। ছবি: নিউজবাংলা

এ কারণে পুরো ঘটনার ব্যাখ্যা তুলে ধরতে মতবিনিময় সভার আয়োজন করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান আল-মামুন।

সভায় তিনি জানান, সমাজসেবায় বিভিন্ন সময় নানা অবদান রাখায় শাহআলমকে কমিটি সম্মাননার জন্য বাছাই করেছে।

যে কারণে বিতর্ক

করোনা সংক্রমণ শুরুর পর দেশজুড়ে সাধারণ ছুটি ও লকডাউন চলাকালে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল দেয়ার উদ্যোগ নেয়া হয়।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহআলম ছিলেন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার।

অভিযোগ ওঠে, সেই চাল দেয়ার জন্য তৈরি তালিকায় নিজের স্ত্রী, মেয়ে, ভাই-বোনসহ কয়েক জন আত্মীয়ের নাম তোলেন শাহআলম।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ১৪ মে শাহআলমের ডিলারশিপ বাতিল করে জেলা ওএমএস কমিটি।

এর পর জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে গত শনিবার শাহআলমকে সম্মাননা দেয় সমাজসেবা কার্যালয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নিজেই শাহআলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সেই মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা।

পরদিন শাহআলমকে কোন প্রক্রিয়ায় সম্মাননা দেয়া হয়েছে তা জানতে চেয়ে জেলা সমাজসেবা কার্যালয়কে চিঠি দেন জেলা প্রশাসক।

বিতর্কিত আওয়ামী লীগ নেতা শাহআলম। ছবি: নিউজবাংলা

সম্মাননা কমিটির ব্যাখ্যা

কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আল-মামুন সরকার সভায় বলেন, ওএমএসের কার্ডধারীদের তালিকায় শাহআলমের পরিবার ও স্থানীয় ১০ নং ওয়ার্ডের কাউন্সিলরের পরিবারের কয়েক জনের নাম ওঠে। কিন্তু চাল বিতরণ শুরু হওয়ার আগেই কার্ড নিয়ে বির্তক শুরু হয়। তালিকা সংশোধন করে দুই পরিবারের সদস্যদের নাম বাদ দেয়া হয়। স্বচ্ছতার জন্য শাহআলমের ডিলারশিপ বাতিল করা হয়।

আল মামুন জানান, পরে আদালতের নির্দেশে শাহআলম ডিলারশিপ ফেরত পান। রাষ্ট্রপক্ষ এ ব্যাপারে আপিলও করে। আগামী ১৬ এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই শাহআলমকে সমাজসেবা সম্মাননা দেয়া নিয়ে কোনো বির্তকের অবকাশ নেই। সংশ্লিষ্ট কমিটির সকলের সম্মতিক্রমে সিদ্ধান্তের আলোকে শাহআলমের নাম প্রস্তাব করা হয়েছিল’।

সভায় উপস্থিত ছিলেন বিতর্কিত নেতা শাহআলমও। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই সম্মাননা পেতে সমাজসেবা কার্যালয়ে আমি কোনো ধরনা দেইনি। সমাজসেবা কার্যালয়ই আমাকে এই সম্মাননার জন্য বাছাই করেছে।’

শাহআলমকে সম্মাননা দেয়ার ব্যাখ্যা জানাতে আয়োজিত সভা। ছবি: নিউজবাংলা

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, শাহআলম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশিক্ষিত এক জন সমাজকর্মীর পাশাপাশি শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটিরও সদস্য।

জেলার সমাজসেবা ক্ষেত্রে শাহআলমের অবদানের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘তার (শাহআলমের) ওএমএস ডিলারশিপ বাতিলের তথ্যটি আমাদের জানা ছিল না।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের বলেন, ‘অনুষ্ঠানটি ছিল সমাজসেবা কার্যালয়ের। আমি শুধু সম্মাননা স্মারকটি হস্তান্তর করেছি। শাহ আলমকে সম্মাননা দেয়ার বিষয়টি আমার জানা ছিল না।’

এ বিভাগের আরো খবর