জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন লঙ্ঘন করে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রায় ৩৮ হাজার বীর মুক্তিযোদ্ধাকে আবার যাচাই-বাছাই করতে যাচ্ছে সরকার।
যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের আগামী ৩০ জানুয়ারি নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও মহানগরীর ক্ষেত্রে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ওই দিন সকাল ১০টায় মুক্তিযোদ্ধাদের নিজের পক্ষে সাক্ষ্য এবং তথ্য-উপাত্ত সঙ্গে রাখতে বলা হয়েছে।
বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি এ শুনানি হবে। সেটি পিছিয়ে এখন ৩০ জানুয়ারি করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ধারা ৭(ঝ) লঙ্ঘন করে যাদের নাম বীর মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, শুধু তাদেরই শুনানি হবে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, যেসব মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা মুক্তিবার্তায় আছে, তাদের জন্য এ শুনানি নয়।
যেসব বীর মুক্তিযোদ্ধা শুধু বেসামরিক গেজেটভুক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকায় যুক্ত হয়েছেন, তাদেরই শুনানির আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসামরিক গেজেট নিয়মিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।