নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বুধবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে একটি চাঁদাবাজির মামলা থেকে তাকে খালাস দেয় আদালত।
এর আগে সকালে পুলিশি নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
নারায়ণগঞ্জের সরকারপক্ষের সহকারী কৌঁসুলি সালাহ উদ্দিন সিটু নিউজবাংলাকে জানান, ২০১৩ সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে পুলিশ।
মামলায় বলা হয়, নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেটি তিনি ব্যবহার করেন।
আদালত এ মামলায় পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে এ রায় দেয়।
- আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় নূর হোসেনসহ ৬ জন খালাস
- আরও পড়ুন: ৭ মামলায় আদালতে নূর হোসেন