রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে অভিনেত্রী আশা চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে দারুসালাম থানা পুলিশ।
দারুসালাম থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদ নিউজবাংলাকে বলেন, সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত করতে পেরেছি, আশা চৌধুরী একটা বাইকের পেছনে বসা ছিলেন। পেছন থেকে একটি ট্রাক বাইকটিকে হালকা ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে যান।
তিনি আরও বলেন, আশা পড়ে যাওয়ার সাথে সাথেই ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকচালককে এখনো আটক করা যায়নি।
অভিনেতা আনিসুর রহমান মিলন মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে লিখেছেন, ‘আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১,২ তারিখ, যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছে, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে , আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেছেন , ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন,আমরা আশার আত্মার মাগফেরাত কামনা করি।’
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন আশা। অভিনয় ও লেখাপড়ার পাশাপাশি তিনি একটি বেসরকারি বায়িং হাউসে চাকরি করতেন।