দশম জাতীয় সংসদ নির্বাচনের সপ্তম বর্ষপূর্তিতে মঙ্গলবার সারা দেশে কালো পতাকা উত্তোলন করেছে বিএনপি।
একই সঙ্গে ‘একতরফা ও ভোটারবিহীন’ নির্বাচনের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।
কর্মসূচি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সব রাজনৈতিক দল বর্জনের পরও ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ।
‘কলঙ্কিত ওই অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করতে ৫ জানুয়ারি সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।’
এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। পাশাপশি আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়৷
কর্মসূচির মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ৭ জানুয়ারি থানা পর্যায়ে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠনের আয়োজনে মানববন্ধন এবং নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি সব পৌরসভা ও মহানগরে মানববন্ধন।
ওই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করা হবে।