চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭-এর বিচারক মুন্সী আবদুল মজিদ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
দণ্ড পাওয়া নেজাম উদ্দিনের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্য শেষে এ রায় দেয় আদালত।
ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম নিউজবাংলাকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুইটি ধারায় আসামির সাজা হয়েছে। এর মধ্যে একটি ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অপর ধারায় নেজামকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন নেজাম উদ্দিন নিজের মেয়েকে ধর্ষণ করেন। পরে এ ঘটনা জানতে পেরে মেয়েটির মা ভুজপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
নেজাম উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় আদালত।