নাইকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারায় আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তারিখ পেছানো হয়।
অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
মঙ্গলবার কেরানীগঞ্জের কারা ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ ছিল।
এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও জিয়া উদ্দিন জিয়া অভিযোগের বিষয়ে শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন আমলে নিয়ে শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন।
জিয়া উদ্দিন জিয়া নিউজবাংলাকে বলেন, ‘বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ এবং করোনার ঝুঁকির মধ্যে আদালতে হাজির হতে পারছেন না। বেশ কিছুদিন ধরে ওনার শারীরিক অবস্থা ভালো নয়। সার্বিক বিবেচনায় আদালত সময়ের প্রার্থনা আমলে নিয়েছেন।’
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেয়া হয়।