বিদেশি মালিকানাধীন এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন শোধ না করলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, এ ওয়ান বিডি লিমিটেডের এগারো শ শ্রমিকের এক বছরের বকেয়া বেতন আদায়ের ব্যবস্থা না হলে ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবে শ্রমিকরা।
সংবাদ সম্মেলনে আমিরুল হক আমিন বলেন, ‘২০১৮ সালে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করেই এ ওয়ান বিডি বন্ধ করে দেয়া হয়। এ বিষয়ে বেপজা, কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হলেও কেউ পদক্ষেপ নেয়নি। কারখানা খুলে দেয়াসহ এক বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে চার দাবি জানায় সংগঠনটি। এগুলো হলো কারখানার মালিক বাংলাদেশ থেকে যেন পালিয়ে যেতে না পারে তার ব্যবস্থা নেয়া, বেআইনিভাবে বন্ধ করা কারখানাটি খুলে দেয়া ও আইনানুগ ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয়া।