বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাষানটেকে উচ্ছেদ, ভাঙা হলো ইসলামী ব্যংকের একাংশ

  •    
  • ৫ জানুয়ারি, ২০২১ ১৫:০৫

ডিএনসিসি মেয়র রাস্তা দখলকারীদের স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেয়ার আহ্বান জানান। তা না হলে সেগুলো ভাঙার পাশাপাশি জরিমানা করা হবে বলে সতর্ক করেন তিনি।

রাজধানীর ভাষানটেক বাজারের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার ভাষানটেক বাজারের কাছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংকের চার তলা ভবনের রাস্তার ওপরের অবৈধ অংশ ভাঙা শুরু হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদের জায়গার কোনো রাস্তার প্রস্থই ২০ ফুট ছিল না।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন ক্যাম্পেইনের সময় এ এলাকার জনগণের দাবি ছিল, রাস্তাটি অবৈধ দখলমুক্ত করতে হবে।

ভাষানটেকে উচ্ছেদের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: নিউজবাংলা

‘আমরা যদি ভাষানটেকের দিকে যাই, ওখানে রাস্তা ২০ ফুট চওড়া। তবে রাজউকের পরিকল্পিত রাস্তা থেকে এখানে কম জায়গা রয়েছে। কোথাও ৭ ফুট, কোথাও ১১ ফুট রাস্তা রয়েছে।’

সম্পূর্ণ অবৈধভাবে রাস্তা দখল করা হয়েছে বলে মন্তব্য করেন মেয়র। তিনি জানান, স্থানীয়রা অনেক বার তাকে রাস্তা উদ্ধার করার অনুরোধ জানিয়েছে।

আতিকুল বলেন, ‘ঢাকা উত্তরে রাজউকের নকশা-বহির্ভূত দোকানপাট থাকবে না। উত্তর সিটি করপোরেশনের সব অবৈধ ঘরবাড়ি, দোকানপাট উচ্ছেদ করা হবে।

‘উত্তর সিটি করপোরেশনবাসীর জন্য মেসেজ, কোনো ধরনের রাস্তা-খাল কারও দখলে থাকতে পারবে না। জনগণ ও স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা রাস্তা থেকে অবৈধ উচ্ছেদ সরাব।’

অভিযানের সময় ইসলামী ব্যাংকের চার তলা ভবনের তিন তলার একাংশ, পাশের একটি তিন তলা ভবনের একাংশসহ পাঁচটি ভবনের আংশিক ভাঙা হয়।

অভিযান চলাকালে মানুষের জমায়েত সরাতে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: নিউজবাংলা

ডিএনসিসি মেয়র রাস্তা দখলকারীদের স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেয়ার আহ্বান জানান। তা না হলে সেগুলো ভাঙার পাশাপাশি জরিমানা করা হবে বলে সতর্ক করেন তিনি। এ বিষয়ে কোনো সময় দেয়াও হবে না বলে জানান মেয়র।

যারা অবৈধভাবে রাজউকের জায়গা দখল করে রেখেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে মেয়র বলেন, ‘আইনি ব্যবস্থা রাজউক কর্তৃপক্ষ নেবে। অবৈধ স্থাপনা ভাঙা ছাড়া কোনো উপায় নেই। যেখানে ভাঙার দরকার সেখানে ভাঙতে হবে। যেখানে জরিমানা করতে হয়, জরিমানা করা হবে।’

অভিযান চলাকালে ভিড় জমান অনেক মানুষ। তাদের সরাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

এর আগে ডিএনসিসি মেয়র আতিকুলের নির্দেশে সোমবার রাজধানীর কচুক্ষতের পুলপাড় এলাকায় খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ বিভাগের আরো খবর